১। মুখমণ্ডল পর্দার অন্তর্গত কি অন্তর্গত না- এটি একটি মতবৈচিত্রপূর্ণ বিষয়। তবে এ সংক্রান্ত কুরআন হাদীস ও ফিকহের উদ্ধৃতিগুলো পর্যালোচনা করলে প্রতীয়মান হয়, চেহারাও পর্দার অন্তর্গত। এ বিষয়ে আরো বিস্তৃত ধারণা লাভের জন্য নিম্নের লিংক থেকে নিবন্ধটি পাঠ করা যেতে পারে।

'কোরআনের পর্দাকে বোরকায় ঢাকল কারা' : একটি নিবন্ধ একটি পর্যালোচনা ...

www.somewhereinblog.net/blog/hafizrahman/30199742

২। বুরকার কালারের ক্ষেত্রে ইসলামী শরীয়াতের সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। তবে এমন কালার চয়ন করা চাই যাতে  আকর্ষণ সৃষ্টি না হয়। তবে পর্দা বিষয়ক হাদীসগুলো থেকে প্রতীয়মান হয় সাহাবী নারীগণ পর্দা বিধানের ক্ষেত্রে কালো কাপড় ব্যবহার করতেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ