আমার বাড়িতে কিছু লোক এক সাথে থাকি

তারা আমার সম্পর্কে মামি হয়

আমি তাদের মজা করে বোন বলে ডাকি

আবার এক সাথে বসে থাকলে ওরা বেশির ভাগ সময়

বাজে কথা বলে মানে সেক্সুয়াল কথা বলে

গালা গালি দেয়।

ওদের সাথে আমার ও গালি বের হয়ে যায়

বেশীর ভাগ সময় ওরা সেক্সুয়াল কথা বলে

যেহেতু এক সাথে বসে থাকি সবাই তাই

আমাকেও শুনতে হয়।

আমি ওদের অনেক বারন করি কিন্ত ওরা কথা

শোনে না।

গালা গালি সেক্সুলায় কথা বার্তা বলতেই থাকে

এতে কী আমার গুনাহ হবে.?????


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

গালি দেওয়া পাপ সে মজা করে হোক বা

সিরিয়াসলি করে বলা হোক। মিথ্যা কথা

বলা পাপ সে মজা করে বলা হোক বা গোপন

করে বলা হোক। 

সেক্সুয়াল আলোচনা করাটা কোনো অন্যায় না যেহেতু

বিপরীত লিঙ্গের কেউ উপস্থিত নেই তবে পরিবেশ ও

পরিজন লক্ষ্য করাটাই প্রধান।  সহজ ভাবে বুঝতে

গেলে, যদি যৌন শিক্ষা লাভের জন্য আলোচনা করেন

তাহলে পাপ হবে না,  যদি কোনো ব্যাক্তি বা কারো গোপন

সম্পর্ক নিয়ে সমালোচনা করা হয় তাহলে পাপ হবে। 

স্বামী-স্ত্রীর সেক্সুয়াল কথাবার্তা বিশেষ কারণ ছাড়া

এভাবে খোলামেলা আলোচনা করা অবশ্যই অনুচিত।

আপনাকে উপদেশ হলো:  আপনার পরিজনদের

গালাগালি করতে নিরুৎসাহিত করুন এবং উন্মুক্ত

ভাবে অতি প্রয়োজন ছাড়া সেক্সুয়াল বিষয় নিয়ে 

আলোচনা করতে নিষেধ করুন। যদি তারা বুঝতে পারে

তাহলে আপনার সার্থকতা আর পরিবর্তিত না হলে

আপনাকে তাদের এ মিটিং/দল হতে বিদায়ী হতে হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ