SSC পাসের পর HSCতে এসে অনেক বিড়ম্বনা পোহাতে হয়।কোন কলেজে পড়ব,কোন বিভাগে এবং কোন লেখকের। যেহেতু গ্রাম্য পরিবেশে থেকে শহরে নতুন ছাত্র হিসেবে আসতে হবে,তাই উত্তম মানের লেখক,বই সন্ধান নাও পেতে পারি।এতে ক্যারিয়ার ক্ষতিগ্রস্থ হতে পারে।তাই পরামর্শ চাই কোন লেখকের বই পড়তে হবে সর্বোচ্চ সাফল্য নিশ্চিত করতে এবং তা বিজ্ঞান বিভাগের?
Share with your friends

সর্বোচ্চ সাফল্য নিশ্চিত করতে হলে প্রথমত ভালোভাবে ও বেশি করে পড়াশোনা করা উচিত।আর এইচএসসি লেভেলে অনেকেই একাধিক বই পড়ে।তবে প্রথমে যেকোন একটি বই ভালোভাবে শেষ করা উচিত। তারপর একাধিক বই দেখে ধারনা নেয়া উচিত।আর নিম্নোক্ত বইগুলো পড়লে সর্বোচ্চ ফলাফল লাভ করবেন আশা করি। ১।পদার্থবিজ্ঞান= আমির হোসেন খান, শাহজাহান তপন। ২।রসায়ন= সঞ্জিত কুমার গুহ। ৩।উচ্চতর গনিত= অসীম কুমার সাহা, কেতাব উদ্দীন। ৪।জীববিঞ্জান ১ম= আবুল হাসান। ৫।জীববিঞ্জান ২য়= গাজী আজমল।

Talk Doctor Online in Bissoy App