পেপসি কোকা কোলায় আসলেই কি শুকরের মাংশে দেওয়া হয়? কেউ জেনে থাকলে সঠিক উত্তর দিবেন, প্লিজ!


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

পেপসি,  কোকা কোলাতে শুকরের চর্বি মেশানো

হয় এটা একটি ভুল প্রচার মাত্র। 

গবেষকগণ পরীক্ষা নিরীক্ষা করে তেমন কিছুই

পাননি। সুতরাং আপনি চাইলে পেপসি, কোকা কোলা

পান করতে পারেন, ধর্মীয় নিষেধাজ্ঞা নেই। তবে

কোমল পানীয় গুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই

যতটা সম্ভব এ জাতীয় পানি পান করা হতে

বিরত থাকাই ভালো (ব্যাক্তিগত উপদেশ).

পেপসি,  কোকা কোলা হারামের পক্ষে বাস্তবে

কোনো দলিল নেই, সুতরাং এটা আপনার ঐচ্ছিক।

বিঃদ্রঃ- পেপসি, কোকাকোলা যে কোমল পানীয়

হোক না কেন যদি উপাদন সমূহে অ্যালকোহল 

বিদ্যমান থাকে তাহলে তা পান করা হারাম।

বর্তমানে প্রায় সব কোমল পানীয়তে অ্যালকোহলের 

উপস্থিতি বর্তমানকালে লক্ষ্য করা যায় কিংবা 

থাকতে পারে। কিন্তু মাদকমুক্ত পানীয়রূপে 

পরিচিতির জন্য অ্যালকোহলের মাত্রা অবশ্যই 

পানীয়ে ব্যবহৃত সর্বমোট উপাদানের ০.৫%

 শতাংশের কম হতে হবে। তবে পরিমাণ যাইহোক

না কেন তা হারাম।

তবে, শুকরের চর্বির গল্প সম্পূর্ণ ভূয়া


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ