চাকুরীর ভাইভাতে প্রায় প্রশ্ন করা হয়, "আপনার সম্পর্কে বলুন"। 
সর্বোত্তম উত্তর কি হতে পারে? গুগলে খুজে গুছানো উত্তর পাচ্ছি না। আপনারা যদি নিজেকে পরিক্ষার্থী ভেবে উত্তরটা দেন তবে খুব উপকৃত হতাম। ধন্যবাদ
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

নিজের সম্পর্বে আনকমন কিছু কথা বলবেন, 

কমন যতটুকু বলতে হয় ততটুকু খুব সংক্ষিপ্ত

আকারে বলবেন। কি চাকুরিতে প্রশ্নটির উত্তর

দিতে হবে তার উপর নির্ভর করছে সুন্দর উত্তরটি।

লক্ষ্য রাখতে হবে বক্তব্যটি যেন অতিসংক্ষিপ্ত/!বিস্তারিত

না হয়ে যায়। 

আমি আজ পর্যন্ত মাত্র একটি ভাইবা পরীক্ষা (চাকুরিতে)

দিয়েছি, সেটি ছিলো সেনাবাহিনীতে। আমাকেও 

মেজর সাহেব প্রশ্ন করেছিলেন যে তোমার

নিজের সম্পর্কে কিছু বলো.?  আমার উত্তর

ছিলো নিম্নরূপ :

" আমি মোঃ..........,......... থেকে এসেছি। আমি আমার

দেশকে অনেক ভালবাসি। ছেলে বেলা থেকেই আমার স্বপ্ন

বাংলাদেশ সেনাবাহিনীতে অংশ নেওয়া এবং দেশের

উন্নয়ণের জন্য নিজেকে গুটিয়ে নেওয়া। নির্মল চিন্তা

চেতনা ও যৌক্তিক ব্যাক্তিগণদের একটু বেশিই পছন্দ করি।

আমি খুব আত্মবিশ্বাসি, সংগ্রামী ও পরিশ্রমী। অলসতা,

অসচেতনতা ও কমনসেন্সহীনতা ব্যাক্তিত্ব অপছন্দ করি।

 আমি আমার বাবা, মা কে অনেক ভালবাসি, তাদের

ইচ্ছা ও আমার স্বপ্ন যে বাংলাদেশের দুর্নীতি দমন

করা।  সব সময় স্বপ্ন দেখেছি যে সেনাবাহিনীতে যুক্ত

হয়ে দূর্নীতি মুক্ত দেশ গড়া। ".......... এতটুকু বলার

পর থামতে বলে। 

মূলকথা হলো: আপনি যে চাকুরির ভাইবা দিবেন সেই

চাকুরির রুলস গুলো আপনার জীবনের সাথে সম্পর্কিত

করে সুন্দরভাবে উপস্থাপন করবেন। 

বিঃদ্রঃ- আমার উল্লেখিত ভাইবা বক্তব্যটি হুবহু অন্য

কোনো চাকরিতে বলা অনেকটা বোকামি হবে আর

চাকুরি না হওয়ার সম্ভবনাই বেশি।

নিজের যোগ্যতা, বাস্তবতা ও চাকুরির পোষ্ট অনুযায়ী

ভাইবা বক্তব্য দিতে হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ