image


আমি আমার  gmail id log in করলেই বলে could't find your google account....আবার এই নাম দিয়ে gmail id ওপেন করতে গেলে বলে এই নামেই একটা gmail id আছে ....আমি কিভাবে আমার gmail id উদ্ধার করবো?


Share with your friends
Call

জিমেইল এড্রেসটা লিখার সময় সাধারণ কোন ভুল করছেন কিনা লক্ষ রাখুন। যেমন gmail.com এর জায়গাতে gamil/gmial/gmail.con এইরম কিছু না লিখলে আবার চেষ্টা করুন। আপনি যেমটা বলছেন এইরকম হওয়া সম্ভব না।  তাছাড়া লক্ষ রাখুন জিমেইল এড্রেস লিখার সময় কোথাও স্পেইস পরে গিয়েছে কিনা।

Talk Doctor Online in Bissoy App
Manik Raj

Call

আপনি লগইন করার সময় আপনার কোন শব্দ মিস্টেক হওয়ার

কারণেই আপনাকে "could't find your google account"

নোটিফিকেশনটি দেখাচ্ছে।  

"could't find your google account" এটার অর্থ

এটাই বুঝায় যে,আপনার গুগল অ্যাকাউন্টটি খুঁজে

পাওয়া যাচ্ছে না। আর এটা তখনেই দেখায় যখন

কোন অ্যাকাউন্টে লগইন করার সময় কোন শব্দ

মিস্টেক করলে এবং এই সেই নামে গুগলে  কোন

 অ্যাকাউন্ট না থাকলে। আর আপনি পুনরায় এই নামেই

গুগল অ্যাকাউন্ট খুললে দেখায় যে ইতিমধ্যেই এই নামে

অন্য একটি অ্যাকাউন্ট আছে হয়তো সেটা হতে পারে

আপনার অ্যাকাউন্টটিই।

তাই পুনরায় লগইন করে দেখুন কোথাও কোন শব্দ

মিস্টেক হয়েছে কিনা।

Talk Doctor Online in Bissoy App