Google Sheets অ্যাপের মাধ্যমে আপনি নোট লিখে রাখতে পারেন এবং ইমেইলের মাধ্যমে অ্যাপে কানেক্ট করে বেক-আপ করতে পারবেন।

অ্যাপটি অপেন করলে সহজেই এর কাজ বুঝে যাবেন।লিখার পর সেটি অফলাইনে পড়ার জন্যও সেইভ করে রাখতে পারেন।

আপনার ইমেইল দিয়ে কানেক্ট থাকলে যেকোনো সময়ই আপনার লেখাগুলো পেয়ে যাবেন। 

Talk Doctor Online in Bissoy App





 প্রথমে  এখান থেকে Private notepad অ্যাপটি ডাউনলোড করুন।



 যেভাবে করবেন→

  •  অ্যাপটি ওপেন করুন। 
  • অ্যাপটির সেটিং থেকে backup & restore-এ যান। 
  • তারপর sync with google drive অন করে দিন।    


 এরপর, আপনি কোনোকিছু লিখলে সেটা গুগল ড্রাইভে আপ্লোড হয়ে যাবে। আপনি অ্যাপটি Uninstall করলেও লেখাগুলো ফেরত আনতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App