আমি চাই যে, বিস্ময় আনসারসে যত ডুপ্লিকেট প্রশ্ন আছে। এগুলোকে একেবারে মুছে ফেলা হোক। এতে করে, বিস্ময়ে অযথা প্রশ্ন হ্রাস পাবে। আপনাদের মতামত মন্তব্যে বলুন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি যতার্থ বলেছেন।

তবে ডুপ্লিকেট প্রশ্নগুলোতে আসল প্রশ্নটার লিংক দেয়া থাকে।

আবার কিছু কিছু ডুপ্লিকেট প্রশ্নে আগে করা প্রশ্নটির চাইতে অনেক ভাল উত্তর পাওয়া যায়।

সেক্ষেত্রে ডুপ্লিকেট প্রশ্নটিও গুরুপ্তপূর্ন ভূমিকা রাখে।


আমি আপনার সাথে একমত, সেই ডুপ্লিকেট প্রশ্ন গুলো মুছে দেয়ার পক্ষে যেগুলোর উত্তর আগের প্রশ্নের উত্তরের মত যতার্থ নয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Junait

Call
ডুপ্লিকেট প্রশ্নগুলো একে বারে মুছে ফেলা/লুক্কায়িত
করে দেওয়া আমাদের এডমিনদের কাছে খুব সোজা,
কিন্তুু ডুপ্লিকেট কোনো প্রশ্ন না মুছে তা ডুপ্লিকেট হিসাবে
সনাক্ত করতে সময়/পরিশ্রম বেশি লাগে এরপরেও 
ডুপ্লিকেট প্রশ্ন সনাক্তকরণ করা হয় এবং তা রেখে
দেওয়া হয়। এটা করার পিছনে রয়েছে যথোপযুক্ত
কারণ:
*
যদি ডুপ্লিকেট প্রশ্নটি সরাসরিভাবে মুছে দেওয়া
হয় তাহলে নতুন প্রশ্নকারী উত্তরটি পাবেন না, তিনি
হতাশ হবেন। একই প্রশ্ন বার বার করতে থাকবেন, কেননা
তিনি তো বুঝতেই পারবেন না যদি প্রশ্নটি ডুপ্লিকেট
সনাক্তকরণ না করে মুছে দেওয়া হয়। এ ব্যাপারে
প্রশ্নকারীর অভিযোগ করা অযৌক্তিক নয়। ডুপ্লিকেট
প্রশ্নটির তথ্য গুগলে সার্চ করার মাধ্যমেও যে কোনো
ব্যবহারকারী প্রদত্ত লিংকে যেয়ে তথ্যটি পাবে। 
ডুপ্লিকেট প্রশ্নটি দেখে লোকজন পুনরায় সেই প্রশ্নটি
দেখবে, নতুন মানসম্মত উত্তরও আসতে পারে,  আগ্রহী
হয়ে অনেকেই শিক্ষণীয় কিছু পেতে পারে... যদি ডুপ্লিকেট
প্রশ্ন সরাসরিভাবে লুকিয়ে দেওয়া হয় তাহলে
এমন অনেক নীতিবাচক প্রভাব পড়বে ব্যবহারকারী ও
সাইটের উপর। 


কোনো যুক্তিতেই ডুপ্লিকেট প্রশ্ন অযথা/বোঝা মনে
হচ্ছে না। সুতরাং ডুপ্লিকেট প্রশ্ন সনাক্তকরণ প্রক্রিয়া
বন্ধ হবে না এবং পূর্বের ডুপ্লিকেট প্রশ্ন গুলো মুছে দেওয়া
হবে না। 

উল্লেখ্য: একই ব্যবহারকারী একটি প্রশ্ন একাধিকবার
করলে বা ডুপ্লিকেট ও প্রকৃত প্রশ্নকারী উভয়ই এক জন
ব্যবহারকারীর হলে তখন ডুপ্লিকেট প্রশ্ন সনাক্তকরণ
না করে সরাসরিভাবে প্রশ্নটিতে লুকিয়ে দেওয়া হয়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ