আমি ssc তে মানবিক বিভাগে পাশ করেছি, এখন আমি কি cse  নিয়ে পরতে পারব। আর এর জন্য আমি সর্বাত্যক চেষ্টা করতে রাজি। তাছারা এই সাবজেক্ট কত টা কঠিন এ সম্বন্ধে কিছু ধারনা চাই, সাথে কোন ইউনিভার্সিটিতে পরলে এতে ভালো হয়। একটু জানাবেন,  আমি এর বিষয়ে কিছু জানি না, সো আপনার জানা মত আমার প্রশ্নের বাইরেও কিছু জানাবেন প্লিজ। আর অনেকজনের পরামর্শ আশা করছি।☺☺


Share with your friends

CSE সায়েন্স এর একটি শাখা। সায়েন্স ছাড়া অন্য বিভাগের শিক্ষার্থী এটা নিয়ে পড়তে পারবে না।

Talk Doctor Online in Bissoy App
jony3532

Call

আপনি কোনো ইউনিভার্সিটি থেকেই cse থেকে bsc করতে পারবেন না যেহেতু আপনি মানবিকের ছাত্র। তবে বিভিন্ন institute থেকে ডিপ্লোমা করতে পারবেন। আর ssc র পর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায় না।

Talk Doctor Online in Bissoy App
Call

cse হলো সায়েন্স এর শাখা। আর আপনি যেহেতু মানবিক এর ছাত্র তাই আপনি cse নিয়ে bsc করতে পারবেন না কিন্তু আপনি যেহেতু  cse নিয়ে খুব আগ্রহী তাহলে আপনি ডিপ্লোমা করতে পারেন। আর ডুয়েটেও পরীক্ষা দিতে পারবেন

Talk Doctor Online in Bissoy App

পারবেন তবে আপনাকে ডিপ্লোমা করতে হবে. প্রথমে ডিপ্লোমা করে দেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতে CSE নিয়ে পড়তে পারবেন

Talk Doctor Online in Bissoy App