একটি কাজ ক ২০ দিনে এবং খ ৩০ দিনে করতে পারে। তারা একত্রে ৬ দিন করার পর উভয়ই চলে গেল। বাকি কাজ গ ৯দিনে শেষ করল। সম্পূর্ন কাজ গ কত দিনে করতে পারবে? 
শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call



 ২০ দিনে করে ১ টি কাজ 

    ১ দিনে করে ১/২০ অংশ

 ৩০ দিনে করে ১ টি কাজ

    ১ দিনে করে ১/৩০ অংশ

 ও  একত্রে ১ দিনে করতে পারে ১/২০+১/৩০ অংশ

                                           = ৫/৬০ অংশ

                                           = ১/১২ অংশ

 ও  একত্রে ৬ দিনে শেষ করে ১/১২*৬ অংশ

                                            = ৬/১২ অংশ

                                            = ১/২ অংশ

কাজ বাকি থাকে ১-১/২ = ১/২ অংশ

 পুরো কাজের ১/২ অংশ শেষ করে ৯ দিনে

১ বা সম্পূর্ণ অংশ শেষ করে ৯*২ = ১৮ দিনে। (ans.)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ