Share with your friends
ArfanAli

Call
B গ্রুপ মৌলগুলো অবস্থান্তর মৌল এবং এগুলোকে d ব্লক মৌল বলা হয়। d ব্লক মৌলের d অরবিটালের ইলেকট্রনীয় কাঠামো অপূর্ণ (d1-d9) থাকে এবং এদের অবস্থান্তর মৌল বলে।
এ সকল মৌলের সর্বশেষ কক্ষাপথের ইলেকট্রন সংখ্যাই ঐ মৌলের জারণ মান/যোজনী।
অবস্থান্তর মৌল পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে যার কারণে এদের যোজনীও ভিন্ন ভিন্ন হয়।
Example:
21Sc - 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2
29Fe - 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2
30Zn - 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2

এখানে, Sc এর যোজনী 3 কারণ সর্বশেষ অরবিটালে (4s) ইলেট্রন রয়েছে 2 টি এবং 3d অরবিটাল থেকে 1 ইলেকট্রন সহজেই ত্যাগ করতে পারে।
Fe এর যোজনী 2 করণ 4s অরবিটালে ইলেকট্রন আছে 2 টি এবং 3d অরবিটালে ইলকট্রন আছে 6 টি কিন্তু 6 টি ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়।
একইভাবে Zn এব সর্ববহিঃস্থ অরবিটালে ইলেকট্রন আছে 2 টি সুতরাং Zn এর যোজনী 2
আবার অবস্থান্তর ধাতুগুলো পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। যেমনঃ
23V - 3d3 4s2
এখানে V এর জারণ মান +2 এবং 3d অরবিটালের 3 টি ইলেকট্রন ত্যাগ করে পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে +5 সুতরাং এর যোজনী 3 এবং 5
d ব্লক মৌলের কিছু পরিবর্তনশীল জারণ অবস্থা:
Ti - +3, +4
Cr - +2, +3, +6
Mn - +2, +4, +6, +7
Fe - +2, +3
Co - +2, +3
Cu - +1, +2

কোনো মৌলের জারণ মানই তার যোজ্যতা বা যোজনী।
Talk Doctor Online in Bissoy App