বুকের ডান পাশে ব্যথা সব বয়সের মানুষেরই হতে পারে। বুকের বাম পাশে ব্যথা হলে আমরা প্রথমেই মায়োকার্ডিয়াল ইনফেকশনের (হৃদযন্ত্রের পেশির সমস্যা) কথা চিন্তা করি। 

তবে সব সময় হৃদরোগের জন্য বুকে ব্যথা হয় না। অন্যান্য অনেক কারণেও এমন হতে পারে।

কখনো কখনো হজম পদ্ধতিতে সমস্যা হলেও এমন হতে পারে। কখনো উপুর হয়ে ঘুমালেও অনেক সময় বুকে ব্যথা হয়।

লিভারের প্রদাহ বা হেপাটাইটিস রোগে ভুগলেও অনেক সময় এই ব্যথা হয়ে থাকে। বুকের প্ল্যুরায় যখন প্রদাহ শুরু হয়, বুকের বা পাশে ব্যথা হতে পারে। পিত্তথলির সমস্যা, প্যানক্রিয়াস, ইউরিনারি ব্লাডারে সমস্যা হলেও এমন হতে পারে। 

এ ছাড়া বর্তমানের জটিল জীবনের বিভিন্ন মানসিক চাপ ও উদ্বেগের কারণে অনেক সময় বুক ব্যথা করে। মানসিক চাপ মনের ওপর প্রভাব ফেলে। এটি বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যা তৈরি করে। এর মধ্যে বুকে ব্যথাও একটি। যদি বুকের বাম পাশে ব্যথা হয়, তাহলে খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যথার কারণ খুঁজে বের করে চিকিৎসা করুন।   

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ