ahasanchy

Call

ইউটুব থেখে শিখ‌তে পা‌রেন। ত‌বে নিখুত ভা‌বে শিখ‌তে চাই‌লে কোর্স করা লাগ‌বে। বাজা‌রে বা‌প্পি আশরা‌ফের একটা adove photoshop বই পাওয়া যায়। ওটা‌তে অ‌নেক ই‌জি ক‌রে লেখা আ‌ছে। ট্রাই ক‌রতে পা‌রেন।

Talk Doctor Online in Bissoy App

গ্রাফিক্স শিখার জন্য সর্ব প্রথম যেটা দরকার সেটা হল টুলস পরিচিতি ও তার সঠিক ব্যবহার । কেন না আমরা যদি অ, আ জানি তাহলে যে কোন ধরনে বাক্য গঠন করতে পারি ঠিক তেমনি টুলস সম্পর্কে ধারণা থাকলে যে কোন ড়িজাইন করতে পারব । তার জন্য দরকার বই । বই গলো কিনতে হবে না গুগলথেকে আপনি ডাইনলোড় করে নিতে পারেন । তবে আপনি গ্রাফিক্স এর কোন সফটওয়্যারে কাজ করবেন যেমন- কোন ভার্ষনে কান করবেন সেই বইটা ড়াউনলোড় করুন । তার পর টুলস শিখে ইউটিওব দেখুন আর কাজে নেমে যান । যে কোন কিছু না বুঝলে গুগল মামা কে নক দেন । তার পর ও না বুঝলে আমাকে নক দিতে পারেন ফ্রি । 

Talk Doctor Online in Bissoy App