ওয়েব ডিজাইন নিঃসন্দেহে ভাল, যদি আপনি প্রোগ্রামিং বুঝেন এবং নান্দনিক জ্ঞান প্রয়োগ করতে পারেন।
আসলে গ্রাফিক ডিজাইন আর ইন্টেরিয়র দুটো বিষয়েই কম্পোজিশন জ্ঞান, রঙয়ের ব্যবহার প্রয়োগবোধ এবং ড্রইংএ পারদর্শিতা থাকা দরকার। 
ওয়েব ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইন করতে হলে আগে গ্রাফিক ডিজাইন শিখে নেওয়া ভাল। কারণ ওই দুটোতেই ফটো এডিটিং থেকে শুরু করে অবজেক্ট মেকিং, কম্পোজিশন, সব কিছুরই দরকার হয়। তারপর আপনি চাইলে একজন গ্রাফিক ডিজাইনার হয়ে কাজ করতে পারেন, কিংবা আরো শিখে ওয়েব বা ইন্টেরিয়র ডিজাইনে নিজের ক্যারিয়ার এগিয়ে নিতে পারেন। 
প্রশ্নে অস্থিরতা লক্ষ্যণীয়। শিখতে গিয়ে অস্থির হলে কোনটাই ভাল শেখা যাবে না।যাই শিখুন, একাগ্রতার সাথে শিখতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ