একটা আইডিতে সাধারনত ৫ বার ৬০ দিন পর পর এমনিতেই চেন্জ করা যায়।
কিন্তু ৫ বারের অধিক চেন্জ করার ক্ষেত্রে আপনার ভোটার আইডি অথবা পাসপোট প্রয়োজন হয়।
অথবা ফেইক ভোটার আইডি কাড বানিয়ে নাম চেন্জ করা যায়
আপনার আইডিতে সেটিং এ গিয়ে নাম সিলেক্ট করুন
তারপর Larne more এ গিয়ে অপশন সিলেক্ট করুন Legel name change সিলেক্ট করুন নিচে আপনার কাড আপলোড করে সেন্ট করুন ২৪ ঘন্টার মাঝে চেন্জ হয়ে যাবে নাম। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি যদি নাম চেঞ্জ করতে চান তাহলে ৬০ দিন পর আবার চেষ্টা করুন ফেসবুকে ৬০ দিন পর পর নাম চেঞ্জ করা যায়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সাধারণত ৬০ দিন এর আগে নাম চেঞ্জ করা যায়না,, এখন নাম চেঞ্জ করতে অন্য উপায় অবলম্বন করুন ৬০ দিনের আগে ফেইসবুক আইডি নাম চেঞ্জ করার Link : http://www.Facebook.com/help/contact/245617802141709 ←এই Link এ গিয়ে নাম ও কার্ড সাবমিট দিবেন তাহলে খুব সহজে নাম চেঞ্জ করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ