শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সহজ কথায়, 


রাসুল হলেন যাদের উপর আসমানি কিতাব নাযিল হয়েছে। এবং তাদের মাধ্যমে নতুন শরীয়ত প্রতিষ্ঠা হয়েছে।


আর নবী হলেন যাদের উপর আসমানি কিতাব নাযিল হয় নাই বরং তেনারা ঐ সময় মে রাসুল এর শরীয়ত প্রতিষ্ঠা ছিল তার উপর এই দাওয়াত এর কাজ করে গেছেন।


প্রত্যেকজন রাসুল "নবী ও রাসূল" উভয়টি ছিলেন। কিন্তু প্রত্যেকজন নবী রাসুল ছিলেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ