কিছু গোত্রে এসবের কথা উল্লেখ আছে যে মৃত্যুর পর নতুন করে জন্ম হয়ে পৃথিবীতে আশে ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call
না, আসে না।
একজন ব্যাক্তির মৃত্যু বরণ করার পর সে আর 
কখনোই দুনিয়াতে আসে না/আসতে পারে না কোন
ভাবেই। মৃত্যুর পর শেষ বিচারের দিন(কিয়ামতের দিন)
তাকে পুনরায় জীবন দেওয়া হবে। 
আপনি যে পুনরজন্ম থিওরি বলছেন তা প্রকৃত
পক্ষে সত্যি নয়। 
হিন্দুদের মতবাদে এমনটা আছে যে, মৃত্যুর পর সে
পুনরায় পৃথিবীতে নতুন করে জন্ম নিয়ে আসে।
 কেউ ভাল কাজ করে মৃত্যুবরণ করলে সে মানুষ
হয়ে জন্মাতে পারবে, কেউ খারাপ কাজ করে
 মৃত্যুবরন করলে বিভিন্ন প্রাণীরূপে পৃথিবীতে জন্মাবে।
এই তথ্যটি যে ভুল তার যৌক্তিকতা দেখুন......
দুটি প্রশ্ন: 
(১) আগের থেকে পৃথিবীতে পাপ কর্মের লোক বাড়ছে না কমছে?
(২) পূর্বের তুলনায় পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে না কমছে? 
 দুটি উত্তরই হলো : বাড়ছে। 
কিন্তু এটা কিভাবে সম্ভব হবে, পাপ লোকের সংখ্যা বাড়লে তো
পুনরায় মানুষ রূপে নয় পশু বা অন্য প্রাণী রুপে জন্মানোর
কথা। একই ভাবে জনসংখ্যা বেশি হবে তখনই যখন পাপ
কর্ম পৃথিবীতে কমতে থাকবে পূর্বের তুলনায়। 
সুতরাং,  থিওরিটি সম্পূর্ণ ভুল ও অযৌক্তিক।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মতভেদ আছে যেমন। মুসলিমদের কোরআন বা হাদিসে এরকম কোন প্রমান নেই। তাই মুসলিমরা এটা বিশ্বাস করেনা। অপর দিকে হিন্দুরা বিশ্বাস করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ