Call

মিলনের ২৪ ঘন্টার মধ্যে পিল খাওয়ানো হয়েছে|সেহেতু প্রেগন্যান্ট হওয়ার সম্ভবনা খুবই কম|তবে এসব পিলে পার্শ্বপ্রতিক্রিয়া থাকায় মাসিক আগে বা পিছিয়ে যেতে পারে|১২ দিন পার হয়েও মাসিক না হওয়া স্বাভাবিক নয়| বিভিন্ন কারণে মাসিক দেরিতে হতে পারে|যেমন: রক্তশূণ্যতা, হতাশা, আয়রণ, ভিটামিন ও ক্যালসিয়ামের ঘাটতি, হরমনজনিত করণে মাসিক দেরিতে হতে পারে|প্রেগন্যান্সি নিশ্চিত হতে মিলনের তিন সপ্তাহ পর স্ট্রিপ দিয়ে চেক করে নিন|ফলাফল অনুযায়ী চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ