শেয়ার করুন বন্ধুর সাথে
rjrahman

Call

প্রাসের সর্বোচ্চ উচ্চতায় বেগের মান সর্বনিম্ন কিন্তু শূন্য নয়।কারণ প্রাসটি যখন উলম্ব বরাবর গতিবেগে শূন্য হয় ঠিক তখনি আদি বেগের অনুভূমিক উপাংশের জন্য এর মধ্যে নিম্নমুখি একটি বেগ ক্রিয়া করে এবং প্রাসের বেগ নিম্ন মুখী হয়ে যায়।ফলে গতিপথের সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ শূন্য নয় বরং সর্বনিম্ন হয়।