IT সেক্টরে ভবিষ্যতে ডীপলি ইনভলভ হতে চাই। কোন পর্যন্ত পড়তে হবে কমপক্ষে?
Share with your friends

IT সেক্টর হচ্ছে fastest growing industry এখানে সর্বনিম্ন বলতে কিছুই নেই।

সময় যত যাচ্ছে আনুপাতিকহারে এই সেক্টর গড়ে উঠছে। যেমন ধরুন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ট্রেন্ড এক এক সময় এক একটা।আবার বিভিন্ন প্রযুক্তি দিন দিন চাহিদা পাচ্ছে। এখন সবথেকে ট্রেন্ডিং হচ্ছে Deep learning ও IOT টেকনোলোজি। কয়েকদিন পরে আবার আরেকটা আসবে। তাই আমি মনে করি ভবিষ্যৎ এর কথা মাথা থেকে ঝেড়ে ফেলে এখনি নেমে যান।

কারন ভবিষ্যত বলা কষ্টকর।

হ্যাঁ তবে যদি একান্তই ভবিষ্যতের কথা চিন্তা করেন তাহলে গণিত ভাল করে শিখুন।
প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করুন। আর বর্তমান প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখুন।

ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App