আমি একটা মোবাইল কিনতে চাই

কিন্তু নতুন মোবাইল এর টাকা আমার কাছে নাই ।

এক ভাইয়ের কাছে পরামর্শ করলাম সে বল্লো কারো কাছে থেকে

পুরানো মোবাইল কিনতে,, আর বল্লো কোথাও না পেলে চোরাই 

মার্কেট থেকে কিনতে কিন্তু তা কত টুকু নিরাপদ হবে???

আর কি কি চেক করে কিনতে হয়???


বুঝবো কি ভাবে এটি আসল (অরিজিনাল) মোবাইল

প্লিজ হেল্প মি 


শেয়ার করুন বন্ধুর সাথে

চোরাই মোবাইল কেনার যে বুদ্ধিটা দিয়েছে সেটা সম্পুর্ন

ভুল পথ দেখিয়ে দিয়েছেন ।

চোরাই মোবাইল অরজিনাল হলেও কেনা উচিত না এবং

অনিরাপদ ।

তাছাড়া চোরাই মোবাইল কিনে আপনি নিজেই বিপদে পড়তে পারেন এবং চোরাই মোবাইলের অধিকাংশ মোবাইলই থাকে 

কপি এবং ডুপ্লিকেট ।

 মানুষকে ধোকা দেয়ার জন্য মিথ্যা বলে

বিক্রি করে । তাই বলবো যে, চোরাই মোবাইল কেনার

চিন্তা বাদ দিয়ে টাকা জমিয়ে নতুন মোবাইল কিনুন । চাইলে

পরিচিত মানুষের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড ও নিতে পারেন ।


ধন্যবাদ ।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ