প্রতিদিন বিকালে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষন পূর্বে পশ্চিমাকাশ থেকে পূর্বদিকে রকেটের মত যায়। মনেহয় যেন রকেট যাচ্ছে।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি যা দেখেন তা রকেট নয় বরং বিমান। যে বিমান গুলো

বেশি উঁচু দিয়ে যায় সেগুলোর ধোঁয়া জমাটবদ্ধ দেখা যায়,

মনে হয় যেন লম্বা দীর্ঘ আকৃতির কিছু একটা যাচ্ছে। গ্রামের

সবাই মনে করে এটা রকেট। মূলত এটি রকেট নয় বিমান।

লক্ষ করলে দেখা যাবে সামনে একটা ছোট্ট বিমানের মত 

আর পিছনে সব ধোঁয়া যা কিছুক্ষণ পরে আস্তে আস্তে অদৃশ্য

হয়ে যায়। 

রকেট যে জায়গায় উৎক্ষেপণ করা হয় সেখান থেকে 

সোজাসুজি উপরের দিকে উঠে যা কয়েক সেকেন্ডের মাঝে

অদৃশ্য হয়ে যায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ