শেয়ার করুন বন্ধুর সাথে
rjrahman

Call

আপেক্ষিক তত্ত্ব পদার্থবিজ্ঞানে এক আলোড়ন সৃষ্টিকারী তত্ত্ব।এই তত্ত্ব পদার্থবিজ্ঞান জগতে এক নতুন যুগের সূচনা করে ।এই তত্ত্বের প্রবর্তক আলবার্ট আইনস্টাইন ।আপেক্ষিক তত্ত্বের মতে স্থান (space), কাল (time) ও জড় (matter) বা ভর পরম কিছু নয় ,আপেক্ষিক । বিজ্ঞানী আইনস্টাইন এই তত্ত্বের সূচনা করেন ১৯০৫ সালে বিশেষ আপেক্ষিক তত্ত্ব (special theory of relativity) প্রবর্তনের মাধ্যমে । ভরের আপেক্ষিকতা ও ভরকে শক্তিতে রূপান্তর,এই দুটি গুরুত্বপূর্ণ আবিষ্কারের উপর ভিত্তি করে পারমাণবিক যুগের সূচনা হয় । আপেক্ষিকতা (relativity) চিরায়ত বলবিদ্যার মতে স্থান (space) ,কাল (time) ও জড় (matter) বা ভর ধ্রুবক, এগুলো আপেক্ষিক নয় । আইনস্টাইন বলেন যে, স্থান,কাল ও জড় বা ভর ধ্রুবক বা পরম কিছু নয় এগুলো আপেক্ষিক । আইনস্টাইনের এই তত্ত্বকে বলা হয় আপেক্ষিক তত্ত্ব। বিশেষ আপেক্ষিক তত্ত্বের স্বীকার্য (postulates of special theory of relativity)> প্রথম স্বীকার্য : সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্তগুলো একই থাকে দ্বিতীয় সূত্ত: “শূন্যস্থানে সকল জড় প্রসঙগ কাঠামোতে আলোর দ্রুতির মানএকই।”

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ