আজ অনেক বছর পর আমি আমার স্ত্রী এর সাথে যৌন মিলন করি কন্ডোম পরে। যৌন মিলনের পর আমার স্ত্রী যৌনাঙ্গে খুব জ্বালা ও যন্ত্রনা করছে। এটার কারণ কি ও ঘরোয়া কি কোন প্রতিকার আছে? দয়া করে খুলে বলুন এই ঘটনাটি কেন হয় হচ্ছে ? আমি এখন কি করবো? খুব চিন্তা হচ্ছে।


শেয়ার করুন বন্ধুর সাথে

‌চিন্তার কো‌নো কারন নেই এটা সম্পুর্ন একটা স্বাভা‌বিক ব্যাপার, অ‌নেক দির পর সহবাস করার কার‌নে এটা হ‌তে পা‌রে,। ২, ৩ দিন অ‌পেক্ষা করুন, তারপর দেখুন সমস্যা কি হয়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কারণঃ চাপে ঘষা লেগে মূত্রনালিতে ইরিটেশন হলে জ্বালাপোড়া হতে পারে। দীর্ঘক্ষণ মিলন আর যৌন স্থানের শুষ্ক ভাবও এর গুরুত্বপূর্ণ কারণ। প্রস্রাব নালীতে ইনফেকশন হলেও এই সমস্যা হতে পারে। যদি প্রস্রাব যৌন স্থানে লাগার পর জ্বালাপোড়া হয় তবে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। মুত্রথলি খালি হওয়ার সাথে সাথে ব্যথা বাড়তে থাকলে মুত্রথলি ইনফেকশনের ব্যাপারেই সন্দেহ বেড়ে যায়। চিকিৎসাঃ যৌন মিলনের পর বাথ টাব ভর্তি কুসুম গরম পানিতে বসে থাকলে ব্যথা কমতে পারে। তাছাড়া পিচ্ছিল কারক ব্যবহারেও মাঝে মাঝে উপকার পাওয়া যেতে পারে। যদি এসব কিছুতেই লাভ না হয় তবে ডাক্তার দেখাতে হবে কারণ তখন কারণটা ইনফেকশনের দিকেই বেশি ইঙ্গিত করে। পানি বেশি পান করলে পিচ্ছিলতা ও ইনফেকশন থেকে মুক্তি দুইটা জিনিসেই উপকার পাওয়া যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বিভিন্ন কারণে হতে পারে। তবে কিছু দিন দেখুন ঠিক হয়ে কিনা। যদি না হয় সেক্ষেত্রে ট্ৰিটমেন্টেরও দরকার হতে পারে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ