Call

আপনি চার্জার সংযোগ করে ল্যাপটপে কাজ করবেন তাহলে আপনার ব্যাটারি টি অনেকদিন ভালো থাকবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
HironC

Call

আধুনিক বিজ্ঞানের যুগে নিথিয়াম ব্যাটারির নিয়ম।


১.ব্যাটারি চার্জ দিবেন ৯% এর নিচে নেমে গেলে।


২.প্রতি ২ মাস অন্তর অন্তর ব্যাটারি ০ বা শূন্য পারসেন্ট করে ফেলতে হবে এবং ০ - ১০০% পুরো চার্জ দিতে হবে, এক টানে।
ব্যাটারি লাগিয়ে কোনদিন কাজ করবেন না। সেথা হোক ল্যাপটপ বা মোবাইল।


৩.আপনার ল্যাপটপ যদি ৩-৪ দিনের উপর ব্যবহার না করেন বা ব্যবহার হবেনা বা ছুটিতে যাচ্চেন তাহলে ল্যাপটপের ব্যাটারি খুলে যাবেন অবশ্যই। এতে করে আপনার ল্যাপটপ এবং ব্যাটারি ভালো থাকবে। এইটি শুধু ল্যাপটপ এর ক্ষেত্রে না মোবাইলের ক্ষেত্রেও সমান। দেখবেন মোবাইলের শো রুমে যেসব মোবাইলের ব্যাটারি খোলা যায় সেইগুলো খুলে রাখা হয় এই কারনে।


ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ