মুখে প্রচুর ব্রনের দাগ। কিভাবে দাগ উঠানো যাবে। কি ব্যবহার করলে ভালো হবে। অনুগ্রহ করে বলেন???


শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে রসুনের খোসা বা  লেবুর খোসা ঘসে ঘুমান সকালে সাবান বা  ফ্রেসওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেলেন আশা করি ফল পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি Assure ফেসওয়াশটি দিনে দুইবার ব্যবহার করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ব্রণের দাগ দূর করতে নিচের টিপসটি মেনে চলতে পারেন-


বাজার থেকে ভালো মানের একটা মধু সংগ্রহ

করতে হবে। যেমন- ডাবর মধু ( ইন্ডিয়ান)।

এবার ফার্মেসী থেকে Ecosprin 75mg ট্যবলেটি কিনুন।

এটি Aspirin গ্রুপের একটা ভালো ওষুধ।

প্রতিদিন রাত্রে  একটা কাপে ১ চামচ মধুর সাথে

২ টা Ecosprin 75mg ট্যাবলেট গুঁড়ো করে মিশিয়ে নিন।

প্রয়োজনে ২-৪ ফোঁটা পানি ব্যবহার করতে পারেন।

এবার মুখে লাগান অনেকটা ফেস প্যাক এর মত করে।

আর সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফেলুন।


দেখবেন মাত্র অল্প কয়েকদিনে ব্রণের কালো দাগ

দূর হয়ে গেছে। কারণ, মেডিকেলের তথ্য মতে,

Aspirin এর স্যালিসাইলিক 

এসিড ব্রণের দাগ দূর করতে খুবই কার্যকরী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপন বেটনো ভেট সি ক্রিম টি ব্যাবহার  করতে

পারেন, এটা মুখের দাত তুলতে সাহায্য করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Atiquzzaman

Call

আপনি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা ব্যবহার করুন। এবং পন্ডস হোয়াইট বিউটি ফেসওয়াস ব্যবহার করুন। পাশাপাশি রাতে লেবুর রস মুখে ঘসুন। আপনার ব্রনের দাগ উঠে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ