এইবারের পিরিয়ডের আগের পিরিয়ড়ের পরে প্রতিরোধ ছাড়া ডিরেক্টলি সহবাস করেছিলাম আমার স্ত্রীর সাথে। আমার এখন বাচ্চা নিতে চাইছিনা বলে পিউলি পিল খেয়েছিল সে তখন। সব সময় তার ২৮ দিনে পিরিয়ড হলেও এবার ২ দিন লেট হয়েছে। সাথে বমি বমি ভাব ছিল। এখনো মাঝেমাঝে বমি ভাব করে। একবার পরিয়ড হয়ে গেলেও কি গর্ভধারনের সম্ভাবনা থাকে? তার তো এক মাস পরে পিরিয়ড হয়েছে। 


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call
পিরিয়ড হলে গর্ভধারণের কোনো সম্ভবনা থাকে না।

পিরিয়ড হলেই (যেভাবেই হোক না কেন, যতদিন 
পরে হোক না কেন) = প্রেগন্যান্ট নয়।

আপনার স্ত্রী প্রেগন্যান্ট নয়, শতভাগ নিশ্চিত থাকুন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ