সাধারণত লোকে বলে থাকে এটা ন্যাচারাল,,কিন্তু এর তো কোনো ব্যাখ্যা বা লজিক থাকবে .. সেটা কি..?


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

প্রাণীরা সাধারণত তার থেকে দূর্বল কোনো নতুন প্রাণীকে 

দেখলে তাড়া করে থাকে এর কারণ হলো ঐ প্রাণীটি উক্ত

এলাকায় রাজত্ব করতে চাই এবং তার রাজ্যে অন্য কেউকে

দেখতে পারে না। এটা নিজেদের জাতিদের মধ্যেও হয়ে

থাকে। অনেক সময়ই দেখবেন শক্তিশালী কোনো বিড়াল

দূর্বল দেখতে বিড়ালদের তাড়া করে।

কুকুর <> বিড়াল দুটোই ভিন্ন জাতের প্রাণী। শারীরিক গঠন

ও শক্তির দিক দিয়ে কুকুর এগিয়ে তাই কুকুর বিড়ালকে

দেখলে তাড়া করে।  শক্তিশালী কোনো কুকুর দূর্বল কুকুরকে

দেখলেও তাড়া করে যেমনটা বিড়ালের ক্ষেত্রে বললাম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ