রকেট/DBBL থেকে atm booth থেকে টাকা কোন চার্জ ছাড়া উঠানো যায়। বিকাশ  atm booth থেকে টাকা উঠালে কি কোন চার্জ নেয়।মনে করুন কেউ এজেন্টের মাধ্যমে আমার একাউন্টে টাকা পাঠালো। এই টাকা আমি DBBL ATM booth এর মাধ্যমে তুললে 9 টাকা/ হাজার   খরচ হয়। ।।bkash এ একই উপায়ে কত টাকা খরচ হবে? 


শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

রকেট থেকে চার্জ ব্যতীত এটিএম থেকে

টাকা উঠাতে পারবেন। এক্ষেত্রে রকেট

অ্যাকাউন্ট ATM Free  হতে হবে। যদি ATM

ফ্রী না থাকে তাহলে হাজারে 9 টাকা কাটবে।


তবে বিকাশে ATM থেকে টাকা তুললে হাজারে

20 টাকা কাটবে, অর্থাৎ কোন এজেন্ট আপনার

মোবাইলে টাকা পাঠালে, সেই টাকা ATM থেকে

তুললে হাজারে 20 টাকা করে কাটবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ