। সহজ সরল ভাবে কথা বলি। একটু টেকনিক খাটিয়ে কথা বলতে পারি না। কী করব এখন? 
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এটা দারুন চিন্তা। আপনাকে সাধুবাদ জানাই। 

আপনি মানুষের সাথে কথা বলার সময় আপনার 

মস্তিষ্ককে অবশ্যই কাজে লাগাতে পারেন। এটা হচ্ছে,

 কথার মাধ্যমে অন্যের উপর

আপনার প্রভাব বিস্তার করা। এটা মানব জীবনের 

এক গোপন রহস্য। বিজ্ঞানী সক্রেটিসের মত 

অনেক জ্ঞানী ব্যাক্তিই সেটা করে থাকেন।

ধরুন, আপনি স্ট্রবেরী খেতে খুব ভালোবাসেন। তাই আপনি

মাছ ধরার সময় আপনার বড়শিতে স্ট্রবেরী লাগিয়ে বসে

থাকলে মাছ কি আসবে?

না।

কারণ, মাছ চাই তার খাদ্য। মাছের খাদ্য মাছকে দিলে 

সহজেই মাছ নিজে  এসেই ধরা দিবে আপনার কাছে।

এটাকে বলে, মাছ বুঝে ছার ফেলা।

আশা করি, উত্তরটা পেয়েছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি হয়তো স্বভাবতই কম কথা বলেন যার ফলে এটা হচ্ছে।আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে বেশী বেশী কথা বলার মাধ্যমে সমস্যাটি দুর করতে পারেন। তাছাড়া আপনি মুখে উচ্চারণ করে বই, খবরের কাজ পড়ার মাধ্যমে কথা বলার অভ্যাস করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ