Call

কোনো বেগানা নারী তথা মাহরাম ব্যতীত নারীকে স্পর্শ

করা হারাম। এমনকি দৃষ্টিপাত করাও হারাম। 

আল্লাহ তায়ালা সব অশ্লীল কাজ থেকে তার বান্দাকে

 বিরত রাখতেই, এমন বিধান দিয়েছেন। যেটা আমাদের জন্য

কল্যাণকর।

তবে, অজান্তে হাত লাগা বা দৃষ্টি পড়লে, কোনো সমস্যা নেই

তথা গোনাহ হবে না।

আপনার বর্ণনা অনুযায়ী বুঝা যাচ্ছে যে, গোনাহর কাজ করছেনই সাথে উত্তেজনার সহিত স্পর্শ করেছেন। যার ফলে

এই অবস্থা। কেননা, হঠাৎ স্পর্শ লাগলে এমন অবস্থা হয় না।

আপনি এমন কাজ ছেড়ে দিন। ইন-শা-আল্লাহ! 

এমন সমস্যা হবে না। আর, মন থেকে খারাপ চিন্তাও বাদ

দিতে হবে।

আর, পূর্ণ উত্তেজনার পূর্বে যে সাদা, পাতলা তরল পদার্থ হয়,

তার জন্য গোসল ফরয হবে না। তবে, কাপড় বা শরীরে লাগলে ধৌত করতে হবে।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ