শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপবার ফেসবুক একাউন্ট হ্যাক হলে আপনি নিম্ন উক্ত

ভাবে বুঝতে পারবেন আপনার একাউন্ট হ্যাক হয়ে গেছেঃ

১.আপনি আপনার একাউন্ট এ ঢুকেতে পারবেন না।

কারণ যে হ্যাক করবে সে একাউন্ট হ্যাক করার পর পাসওয়ার্ড

বদলে ফেলবে।

২.আপনার একাউন্ট এ যারা আপনার বন্ধু আছে তাদের নানা

প্রকার মেসেজ দিবে,

৩.আপনার একাউন্ট দিয়ে আপত্তিকর ছবি বা ভিডিও নেটে

দিতে পার।

মূলত সঠিক ইমেল/নাম্বার ও পাসওয়ার্ড

দেওয়ার পর যদি বলে পাসওয়ার্ড ভুল তখন

বুঝতে হবে একাউন্ট হ্যাক হয়ে গেছে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
LaisIslam

Call

আপনার ফেসবুক আইডি হ্যাক হলে যেভাবে বুঝবেন....... আপনি আপনার ফোন থেকে Opera mini বা Uc ব্রাউজার দিয়ে ফেসবুকে ঢুকবেন.. তারপর...... সবচেয়ে নিচে Settings & Privace দেখতে পাবেন সেইখানে ক্লিক করবেন। তারপর..... Security and Login এ ক্লিক করুন. তারপর..... WHERE YOU'RE LOGGET তার নিচে দেখতে পারবেন.. আপনি কোন মোবাইল বা কম্পিউটার দিয়ে আপনার ফেসবুকে ঢুকছেন.. আপনি যে মোবাইল দিয়ে ফেসবুকে ঢুকছেন সেই মোবাইলের মডেল সহ দেখতে পারবেন.. যদি অন্য মডেলের মোবাইল সেই জায়গাতে দেখতে পান আর সেটা যদি আপনার অজানা থাকে তাহলে বুঝবেন আপনার আইডি হ্যাক হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ