Tiens এর মধ্যে আমার এক বন্ধু নিয়ে যাওয়ার পর অনেক সময় ওদের কাছ থেকে অনেক কথা শুনলাম। আরও অনেক লোক ছিল ৪০-৫০ জন হবে। আসল কথায় আসি,, আমি একটা জিনিস বুঝতে পারছিনা উনারা কেন মানুষকে কুটি টাকার মালিক বানিয়ে দেবেন?.প্রোডাক্ট যদি এতই ভাল হয় যে এই প্রোডাক্টের মালিক উনি একাই অনেক বড়লোক হতে পারেন আমাকে কেন বানাবেন?.. দেশ, বিদেশ ভ্রমন নিয়ে যাবেন,,কেন নওয়ে যাবে? মানুষের সেবা দিয়ে থাকেন,?.এইটা কেমন সেবা,?..এতই যদি সেবা দেয়ার ইচ্ছে থাকে,, প্রতি জেলায় বসে পড়েন আপনার প্রোডাক্ট নিয়ে,। বিনামূল্যে সেবা দিন,, আপনার প্রোডাক্ট মানুষ চিনবে?. আমাকে কেন এত টাকার মালিক বানাবে? কেউ জানলে, বুঝতে পারলে, আমাকে একটু বুঝান.


Share with your friends

Tiens হলো একটি বহুজাতিক ব্যাবসা সংঘঠণ। এটা ১৯৯৫ সালে চাইনাতে প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯৯৭ সালে আন্তর্জাতিকভাবে তপ্রতিষ্ঠীত হয়। এতে খুব সহজেই যোগ দেয়া যায়। এই সুযোগে আমাদের দেশের কিছু অসাধু গোষ্ঠী সাধারন মানুষের সাথে প্রতারণা করছে।সুতরাং, এতে যোগ দিতে চাইলেও অবশ্যই সযাগ দৃষ্টী রাখা উচীৎ।

Talk Doctor Online in Bissoy App