আমি কম্পিউটারে শুধু Internet চালাতে পারি,আর কিছুই পারি না।

এখন আমি একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে  কম্পিউটার শিখতে গেয়েছিলাম তারা বল্লো প্রথমে office application  শিখতে হবে, তা না হলে আমি কিছুই বুঝবো না।

আমি জে কোন একটা কোর্সই করতে চাই।

আমি এখস এখান থেকে কোনটা শিখলে ভাল হবে...??

1)office application

2)Graphics Design

3)Web Design

4)Word press

5)Seo

6)Outsourcing

7)auto CAD

8)ICT

আমি কম্পিউটারেরর কিসুই বেশি পারি  না!!

এক্সপার্ট রা দয়া করে সাহায্য করুন plz


Share with your friends
Call

অবশ্যই আপনাকে আগে মাইক্রোসফট অফিস এপ্লিকেশন কোর্স করতে হবে কারণ এটিই কম্পিউটার জগতে আপনার প্রবেশ দ্বার । এটি না করে অন্য কোর্স করতে গেলে আপনি কিছুই বুঝবেন না । মাইক্রোসফট অফিস এপ্লিকেশনের সিলেবাসঃ ১. ওয়ার্ড, ২. এক্সেল, ৩. একসেস ৪. পাওয়ার পয়েন্ট, ৫. এইচটিএমএল ৬. উইনডোজ অপারেটিং সিষ্টেম + কম্পিউটারের কিছু যন্ত্রাংশের ব্যাপারে শিখানো হয় । তাই আপনি অফিস এপ্লিকেশন দিয়ে শুরু করেন । বি দ্রঃ আমি এই গ্রুপের বাকীদের মত কম্পিউটার ব্যাপারে এক্সপার্ট না তবে ২ টা কোর্স করেছি । নিজের মতামত দিলাম ।

Talk Doctor Online in Bissoy App