একটি দূরবীক্ষণ যন্ত্র তৈরি করতে যেটি সবচেয়ে প্রয়োজনীয় সেটি হচ্ছে লেন্স।কমপক্ষে একটি উত্তল ও একটি অবতল লেন্স ব্যবহার করে একটি দূরবীক্ষণ যন্ত্র তৈরি সম্ভব।এরপর লেন্স বসানোর জন্য পাইপ ব্যবহার করা যায়।তাছাড়াও টানা নল,স্টান্ড সহ আরো কিছু বস্তু ব্যবহার করে দূরবীক্ষণ যন্ত্রকে আরো উন্নত করা যাবে।হ্যাঁ,লেন্সের মাপ ও দূরত্ব জানা থাকলে নিজে নিজে দূরবীক্ষণ যন্ত্র বানানো সম্ভব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ