শেয়ার করুন বন্ধুর সাথে
Call

শুধু মানুষ নয়, সকল জীবের প্রাণ কবজ করে থাকেন আযরাইল (আঃ)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পবিত্র কুরআনের ভাষ্য মতে মালাকুল মাওত তথা আযরাইল আ. মানুষের জান কবজ করেন। অন্যান্য প্রাণীর জান কে কবজ করেন এ সম্পর্কে বিশুদ্ধ কোনো বর্ণনা নেই। একটি বর্ণনা মতে জানা যায়, আল্লাহ নিজেই এসব প্রাণীর জান কবজ করেন। বর্ণনাটির মূল আরবী পাঠ নিম্নরূপ :  " آجال البهائم كلها وخشاش الأرض والنمل والبراغيث والجراد والخيل والبغال والدواب كلها وغير ذلك آجالها في التسبيح فإذا انقضى تسبيحها قبض الله أرواحها وليس إلى ملك الموت منها شيء " কিন্তু বিদগ্ধ মুহাদ্দিসীনে কেরাম বর্ণনাটিকে জাল বলে অভিহিত করেছেন। সারকথা এ ব্যপারে সুস্পষ্ট কোনো বর্ণনা না থাকায় নানা রকম মত অভিমত পাওয়া যায়। কেউ বলেন, আযরাইল আ.ই সকল প্রাণীর জান কবজ করেন। কেউ বলেন, এরা এমনিতেই মারা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ