আমি একাদশ শ্রেণীতে পড়ি সামনে ইয়ার চেনজ দিব ।অামি মানবিক শাখায়।একটা পড়ার রুটিন তৈরী করে দিবেন?
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি সকাল ৮ থেকে ১০ পর্যন্ত পড়বেন ৷ আবার সন্ধায় ৬ থেকে ৮ পর্যন্ত পড়বেন ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সকালে নামাযের পর 5 টা থেকে 8 টা পর্যন্ত পড়বেন। তারপর যাবতীয় কাজ করবেন। আবার সন্ধা 6 টা থেকে 8 টা পর্যন্ত পড়বেন। তার পর খাওয়া ও বিনোদন শেষ করে পুণরায় 10 টা থেকে 12 টা পর্যন্ত পড়বেন। আমি নিজেও এভাবে রুটিন তৈরি করেছি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি নিম্নোক্ত রুটিন অনুযায়ী পড়াশুনা করুন।

  • সকাল: ভোর বেলা ফজরের নামায পড়ে, পড়তে বসবেন এবং মধ্যখানে নাস্তা করবেন। আর, ৯ টার সময় উঠে যাবেন। সাপ্তাহে ৩ দিন করে, এই সময়ে আপনার পছন্দ অনুযায়ি ২ টি বিষয় পড়বেন।
  • সন্ধ্যা: মাগরিবের পর থেকে এশা পর্যন্ত সাপ্তাহে ৩ দিন করে শুধুমাত্র ১ টি বিষয় রাখুন।
  • রাত: এশার পর থেকে রাত সারে নয়টা বা ১০ টা পর্যন্ত, সাপ্তাহে ৩ দিন করে ৩ টি বিষয় পড়বেন। 
হ→এই রুটিন অনুযায়ী পড়তে পারলে আপনি সাপ্তাহে ১২ টি বই পড়তে পারবেন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ