youtube এর জন্য ভিডিও তৈরি করে সাথে গান যুক্ত করলেও কপিরাইট ধরে কিন্তু youtbube ত এমন একাধিক গান যা অধিক বার ব্যাবহার করা আছে! তাহলে এইটা কিভাবে সম্ভাব?,এবং আমি কি ভাবে গানগুল কপিরাইট মুক্তভবে ব্যাবহার করতে পারব?,একটু জানালে উপকৃত হব।
Share with your friends
Hasannrand1

Call

আগের থেকে এখন ইউটিউবের নিয়ম অনেক কড়া করেছে | এছাড়া যাদের ভিডিও ইউটিউবে আছে তারা গোপন ট্রিক্স ব্যবহার করে | এটা যারা পারে তাদের ভিডিও ইউটিউবে থাকে | তবে এটা করা ঠিক না |

Talk Doctor Online in Bissoy App

ইউটিউবে গোপন ট্রিক্স বলতে কিছু নাই, সবাইকেই ইউটিউবের নির্দিষ্ট রুলস মেনে কাজ করত হয়। কেউই রুলস এর বাইরে নয়।

অন্যের ভিডিও/মিউজিক কপি করলে কপিরাইট নোটিশ আসবেই সেটা আজ অথবা কাল।

অন্যের ভিডিও/মিউজিক ব্যবহার করা যায় যদি,

★ আসল মালিক থেকে অনুমতি নেয়া যায়।

★ কন্টেন্ট পার্টনার হলে।

★ কন্টেন্ট এর মালিক হতে প্রমানসহ কন্টেন্ট ক্রয় করলে।

এছাড়া আরেকটি উপায় আছে যাকে "ফেয়ার ইউজ" বলে।

ফেয়ার ইউজ পলিসিরর মাধ্যমে অন্যের কন্টেন্ট থেকে ১০-১৫ সেকেন্ড ইউজ করা যায় তবে যে ভিডিওতে ইউজ করবেন তার ৭০% এর বেশি যাতে আপনার নিজের তৈরি কন্টেন্ট হয়।

Talk Doctor Online in Bissoy App