আশা করি সবাই ভাল আছেন। এইটা আমার প্রতম প্রশ্ন তাই জানিনা কিবাবে প্রশ্ন করতএ হয়। যাই হক আমি আমার এই প্রশ্নের মাধ্যমে জান তে চাই যে কিবাবে একটি website কে তার নিজস্ব domain না কিনে অন্ন একটি website এর সাতে সংযুগ করে ঐটার domain নামে সংযুগ করা যায়।

আমি আমার স্কুলের জন্য একটি website বানাতে চাই এই লিঙ্ক থেকে Website.com । কিন্তু এখেনে domain name এর payment করতে হবে master card কিনবা visa card এর মাধ্যমে। দূরভাগ্যবসত এই দুটির মধ্যে কোন কার্ডি আমার কাছে নাই তাই আমি এই site থেকে domain name টি কিনতে চাই। কেউ কি বলবেন আমি এই কাজটি কিবাবে করব।

Share with your friends
Anynomous

Call

আপনি প্রথমে আপনার কেনা হোস্টিং থেকে সি প্যানেলে যাবেন। সেখান থেকে addon domain এ ক্লিক করবেন। তারপর আপনি অন্য সাইট থেকে যে ডোমেইন কিনেছেন সেটা এখানে লিখবেন। এবার আপনার ডোমেইন একাউন্টে লগইন করে সেখান থেকে নেম সার্ভারে যাবেন। এবার আপনার হোস্টিং থেকে দেওয়া নেম সার্ভারের নাম গুলো এখানে লিখে দিবেন। তাহলেই আপনার ডোমেইন ও হোস্টিং কানেক্ট হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App
Call

ফ্রিতে ওয়েবসাইট না করাই ভালো। বিস্তারিত জানতে দেখুন.............


আপনি কি ফ্রি ওয়েবসাইট নেওয়ার কথা ভাবছেন তাহলে জেনে নিন প্রয়োজনীয় তথ্যসমুহ

Talk Doctor Online in Bissoy App