Call

২-১ মাস পর পর ইমারজেন্সী পিল সেবন করা যায়।এতে কোনো সমস্যা হবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইমারজেনসি পিল নিয়মিত ব্যবহারের জন্য নয় ৷ এটার নাম ইমারজেনসি হলো কেন ? কারন হঠাৎ প্রোটেকশন ছাড়া মিলন করে ফেলেছেন এমন ক্ষেত্রে জরুরী ভাবে এই পিল সেবন করানো হয় ৷ আর এই কারনে এর নাম ইমারজেনসি কন্ট্রাসেপটিক পিল ৷ এটি নিয়মিত ব্যবহার করা যাবে না ৷ নিয়মিত বলতে মাসে দুই তিনবার কিংবা প্রতি মাসে একবার ব্যবহার করা যাবে না ৷ যদি ব্যবহার করেন তাহলে ভবিষ্যতে বাচ্চা কনসেপ্ট করতে সমস্যা হবে ৷ অনিয়মিত মাসিক, মাসিকের সময় অতিরিক্ত ব্লিডিং, ডিসম্যানোরিয়া, জরায়ু আলসার, টিউমার ইত্যাদি সমস্যা সৃষ্টি হতে পারে ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইমার্জেন্সী পিল,তখনই কেবল খাবেন,যখন আপনার এক বা দুটি সন্তান আছে। নয়তো ভবিষ্যতে বন্ধ্যা হয়ে যেতে পারেন। যখন কনসিভ করার তিন দিনের ভিতরই ইমার্জেন্সী পিল খেতে হয়। এটাও একটা প্রান হত্যাকরন/এবোর্শন করার মতোই!!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ