আমার একটা ফেসবুক পেজ আছে । কিন্তু আমি পেজটা নিয়ে আমি চিন্তিত পেজটা লাইক বাড়ছে না । কী করো লাইক বাড়বে । কেউ জানলে বলেন কী করলে লাইক বাড়বে ।
শেয়ার করুন বন্ধুর সাথে
MdEshan

Call

ফেইসবুক পেজে লাইক বানাতে হলে আপনাকে ইনভাইট বেশি বেশি করতে হবে। এর থেকে সহজ হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে প্রমোট দেওয়া এতে টাকা কিছু খরচ হবে কিন্তু লাইক বেশে পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
আপনি আপনার বন্ধুদের invite করুন। এক্ষেত্রে ফেইক আইডি বেশী উপকার করে থাকে। তাই ফেইক আইডি ব্যবহার করে দেখতে পারেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পেজ বেশি বেশি শেয়ার করুন।সব ফ্রেন্ড দের আমন্ত্রন করুন। সম্ভব হলে প্রমোট করুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি পেজটি প্রমট করুন

আপনার যতো বন্ধু আছে আদের ইনভাইট করুন

এবং আপনি যদি কোন গুপে যোগ থাকেন

সেই গ্রুপে আপনার পেজটি  সেয়ার করুন


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হ্যা আছে! ১- পেজ বুস্ট দেওয়ার মাধ্যমে (এক্ষেত্রে আপনার গুগল প্লে কার্ড বা যেকোনো অনলাইন ব্যাংক আকাউন্ট থাকতে লাগবে) ২- ইনভাইট করুন। ৩- বিভিন্ন গ্রুপ এ শেয়ার করুন! (কমপক্ষে ৫০০০০ মেম্বার) ৪-ফেমাস কোনো পেজকে প্রোমোট দেওয়ার জন্য বলতে পারেন। ৫-পেজে বিভিন্ট ইভেন্ট এর আয়োজন করুন। যাতে উপহার হিসেবে কমপক্ষে ১০-২০ টাকা ফ্লেক্সি দিবেন। এতে করে দর্শক বাড়বে! ৬-একটি নির্দিষ্ট বিষয়ে পোস্ট করবেন ৭-আর হ্যা Hublaafollow.me তে গিয়ে অটোলাইক ও নিতে পারেন! -ধব্যবাদ!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

নতুন পেজ এ কেউ লাইক দিতে চায়না। যদি পেজ এ মোটামোটি লাইক থাকে, তাহলেই মানুষের সেই পেজ এ লাইক দিতে ইচ্ছা করে। তাই আপনি আপনার নতুন পেজ এ কিছু অটো লাইক নিয়ে নিতে পারেন। আর তারপর দেখবেন অটোম্যাটিক আপনার পেজ এর লাইক বারছে। অটো লাইক সম্পর্কে জানতে মন্তব্য করুন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ