আজকে সকালে কম্পিউটারের মনিটরের কাচঁ ক্লিনার দিয়ে পরিষ্কার করার সময় ক্লিনার এর পানিয় এর পরিমাণ বেশি দিয়ে ফেলায় মনিটরেরের নিচের দিক দিয়ে  কিছু পরিমাণ ক্লিনার মনিটরের ভিতরে চলে যায়।পরে যখন কম্পিউটার অন করি তখন দেখি মনিটরের ভেতরে কালো কালো ছাপ দেখা যাচ্ছে।এখন কি করব?এর জন্য নতুন মনিটর কিনতে হবে নাকি কোনো উপায় আছে????


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

আপনি চাইলেই নতুন একটি মনিটর ব্যাবহার

করতে পারেন উক্ত পিসিতে। 

তবে আপনি সার্ভিসিং  করে এখানে সমাধান 

নিতে পারবেন মনিটরটির। 

নিকটস্থ  সো রুম/কম্পিউটার সেন্টারে এ 

বিষয় নিয়ে আলোচনা করুন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ