ব্র্যান্ড আপনার সুবিধামতো যে কোনোটা নিতে পারেন। যেমন, এইচপি, লেনোভো, আসুস, ডেল, এসার, সনি ভায়ো ইত্যাদি। আমি আপনাকে এইচপি বা ডেল সাজেস্ট করব। বাকিগুলোও ভালো ব্র্যান্ড। ইচ্ছে হলে যে কোনোটা নিতে পারেন। ব্র্যান্ডের কারণে সার্ভিসে খুব বেশি পার্থক্য হয় না। আসল বিষয় হল কনফিগারেশন। কনফিগারেশন মোটামুটি প্রসেসর কোর i5, সিক্স জেনারেশন, রেম কমপক্ষে ৪ জিবি ইত্যাদি হলে এবং বাকিগুলো এগুলোর অনুযায়ী হলে আউটসোর্সিং করতে সুবিধা হবে। সামান্য এদিক সেদিক হলে খুব বেশি অসুবিধা হবে না। আসল কথা হল- কাজ জানা থাকতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ