Unknown

Call

পুকুর বা ট্যাঙ্কের পানিতেও চন্দ্র-সূর্যের আকর্ষণ বল কাজ করে। কিন্তু সামান্য পানিতে এর প্রভাবে সৃষ্ট পরিবর্তন দৃষ্টিগোচর হয়না বা অভিকর্ষজ বলের প্রভাবে তা নিষ্ক্রিয় হয়ে যায়। বিশাল জলরাশির ক্ষেত্রেই এটি দৃষ্টিগোচর হয়। 

বিষয়টা এভাবে ব্যাখ্যা করা যেতে পারে- একটি সবল ও একটি দুর্বল চুম্বক সামান্য কিছু লোহার গুড়োর দুপাশে রাখলে গুড়োগুলি সবল চুম্বকের গায়ে লেগে থাকবে, দুর্বল চুম্বকের বল এখানে কোনো প্রভাব দেখাবেনা। কিন্তু অনেক বেশি গুড়ো নেয়া হলে কিছু গুড়ো দুর্বল চুম্বকের দিকেও যাবে।


 খালের ক্ষেত্রেও জোয়ার ভাটা দেখা যাওয়ার কথা নয়, এক্ষেত্রে অতিরিক্ত পানি মূলত নদীর জোয়ারভাটার ফল। একারণেই নদীর সাথে যুক্ত নয় এরকম ছোটখাটো খালে জোয়ারভাটা দেখা যায়না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ