আমার   বাসা  থেকে  ইউরোপে   যাবার  জন্ন    পথ  দেখছে   ।  আর   কিছু  দিন  আগে  স্পেইন  এর  পাটানের   চিন্তা  করছে  ।।

স্পেইন  কাজের  ভিসা  যাওয়া    হবে   ।এখন  স্পেইন  সম্পর্কে  একটু  জানা  থাকলে বলবেন ।এখন  কি করলে  ভালো  হই  ।।একটু  জানাবে   দয়া  করে ।।


Share with your friends
Call

আপনি HSC ফাইনাল পরিক্ষা আগে দিন। পরে বিদেশ যাওয়ার চিন্তা করেন। যেহেতু, আপনি দুই বছর পড়াশোনা করেছেন আর পরিক্ষা দেন নাই, এ জন্য বলছি। ★আর বিদেশ যেখানেই যান, ফ্রি ভিসা ছাড়া যাওয়াই আমি ভালো মনে করি। আর ইটালি, স্পেনে আমার জানামতে, ভালোই ইনকাম করা যায়। আশাকরি, আপনি ভালোই ইনকাম করতে পারবেন। তবে, যাবার সময় সেখানকার অবস্থা সম্পর্কে জেনে যাওয়াই ভালো।

Talk Doctor Online in Bissoy App
rifat

Call

পাসপোর্ট ভিসা করে ফেলতে হবে। কেন যাবেন তাঁর উপর ভিত্তি করে ভিসা রেডি করতে হবে। যেমন- আপনি স্টাডির জন্যে যেতে চাইলে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা যদি ঘুরতে যেতে চান, এরকম আর কি। ভিসা রেডি করতে অনেক সময় ঝামেলা হয়। সেক্ষেত্রে ট্রাভেল এজেন্সীর সাহায্য নিতে পারেন। 

Talk Doctor Online in Bissoy App