আমি এমনিতে খুব ভালো ছাত্র। আমি বলিনা, সবাই বলে। আমার ছোট বেলা থেকেই একটা সমস্যা হলো আমি নিয়মিত ক্লাস করতে পারি না। এখন আমি দ্বাদশ শ্রেনীতে পড়ি। একাদশ শ্রেনীতে মাত্র একদিন ক্লাস করছি। আমি বিজ্ঞান এর ছাত্র। তাই আমি এখন ভালোভাবে পড়তে চাই। আর এটা নিয়মিত ক্লাস না করতে পারলে সম্ভব না। এখন দ্বাদশ শ্রেনীতে নিয়মিত ক্লাস করতে চাই। অনুগ্রহ করে জানাবেন কি করলে তা আমি করতে পারবো???



শেয়ার করুন বন্ধুর সাথে
Call

দেখুন আপনি যে সমস্যার কথা বলছেন এটা হলো অনিহা

অনিহার কারনে আপনি ক্লাস করতে পারেন না

মানে আপনার ক্লাসের দিকে আগ্রহ তা খুবই কম

যেহেতু ক্লাস করার আগ্রহ কম

সেই জন্য সবার আগে আপনাকে ক্লাসের দিকে আগ্রহী  হতে হবে

তার জন্য অনিহা থাকার পর  ও ক্লাসে যেতে হবে এবং ক্লাসে যেয়ে টিচারের লেকচার ও পড়ার দিকে মন দিতে হবে

ভাই আপনি নামায পড়ুন ও মহান আল্লাহতালা কে আপনার সমস্যার কথা বলুন নিশ্চয় আল্লাহ্‌  আআপনাকে সাহায্য করবেন

আশা করি বুঝতে পেরেছেন 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ