আমি কিছুদিন আগে আমার আইডিটা deactivate করি। ২ মাস পর আবার এক্টিভ করি। তারপর থেকেই আমি যদি কোনো ছবি (profile pic,cover photo,mobile uploads etc)  আপ্লড দেই  তাহলে অইটা আমার ফ্রেণ্ডলিস্টের কারো timeline এ যায় না।কিন্তু id deactive করার আগে সবার টাইমলাইন এ পোস্টটা যেত। *বলে রাখা ভাল যে, কোনো লেখা টাইপ status দিলে এই সমস্যা হয় না।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি যদি আপনার পোষ্টে কাউকে ট্যাগ করেন শুধু মাএ তার টাইমলাইনে এবং আপনার বন্ধুদের নিউজ ফিডে যাবে । আপনি যদি আপনার টাইমলাইনের পোষ্ট Only me করে রাখেন তাহলে আপনার বন্ধুদের কাছে আপনার দেওয়া পোষ্ট যাবে না । আর যদি public, friend of friend করে থাকার পরও কারো কাছে যায় না তাহলে আপনি নতুন করে আবার পোষ্ট দেন । এবং আপনি আপনার বন্ধুদের পোষ্টে লাইক কমেন্ট করতে থাকেন । তাহলে আপনার দেয়া পোষ্ট আপনার বন্ধুদের কাছে যাবে । অনেক দিন ফেইসবুক না চালালে এমনটা হয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ