১২ টার আগে পড়লেও হবে আবার পরে পড়লেও হবে ৷ রাসুল সাঃ দুইভাবেই পড়েছেন ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AbdulHalim

Call

বিতরের নামায এশার পর থেকে ফজরের আগে যেকোন সময় আদায় করা যাবে।এসংক্রান্ত একটি হাদিস নিচে উল্লেখ করলাম:

আমর বিন আস (রাঃ) একদা জুমআর খুতবা প্রদান কালে বলেন,আবু বাছরা (রাঃ) আমার কাছে হাদীছ বর্ণনা করেছেন যে, নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,

] ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺯَﺍﺩَﻛُﻢْ ﺻَﻼﺓً ﻭَﻫِﻲَ ﺍﻟْﻮِﺗْﺮُ ﻓَﺼَﻠُّﻮﻫَﺎ ﻓِﻴﻤَﺎ ﺑَﻴْﻦَ ﺻَﻼﺓِ ﺍﻟْﻌِﺸَﺎﺀِ ﺇِﻟَﻰ ﺻَﻼﺓِ ﺍﻟْﻔَﺠْﺮِ [

নিশ্চয় আল্লাহ্ তোমাদের জন্য একটি নামায বৃদ্ধি করে দিয়েছেন। উহা হচ্ছে বিতর নামায। তোমরা উহা ফজর ও এশার মধ্যবর্তী সময়ে আদায় কর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ