শেয়ার করুন বন্ধুর সাথে

কোন বস্তুকে পৃথিবী যে বলে আর্কষণ করে তাকে ওজন বলে। আমরা জানি, ওজন =ভর X অভিকর্ষষজ ত্বরণ।এই ত্বরণের মান মোটামুটিভাবে ৯.৮মিটার/সেকেন্ড স্কয়ার আবার,যার দৈর্ঘ্য,ভর,আয়তন ইত্যাদি আছে, যা স্থান দখল করে,বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে পদার্থ বলে।যেহেতু পদার্থ মাত্রই তার ভর আছে তাই ওজনের পরিমাণগত সঙ্গানুযায়ী এর ওজন আাছে। যেমন, কোন বস্তুর ভর ১০ কেজি।তাহলে এর ওজন=ভর xঅভিকর্ষ ত্বরণ           =১০ x ৯.৮           = ৯৮কেজি-মিটার/সেকেন্ড স্কয়ার। আশা করি উত্তরটি পেয়েছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ