নিতিমালা মেনে নেওয়ার পর ও আমার অ্যাকাউন্ট থেকে প্রশ্ন করতে পারছি না, কি করলে আবার প্রশ্ন করতে পারব? image প্রশ্ন করতে পারব? 

ছবি টা দেখুন।


শেয়ার করুন বন্ধুর সাথে
Manik Raj

Call

এই লেখাটি দেখানোর মানে হলো আপনার
 
অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে তাঁর মানে
 আপনার অ্যাকাউন্টের সকল
ক্ষমতা কেড়েঁ নেওয়া হয়েছে।
স্থগিত থেকে আপনার অ্যাকাউন্ট মুক্ত করে
 
দেওয়া হলে তবেই আপনি সেই অ্যাকাউন্ট 
থেকে প্রশ্ন করতে পারবেন। 
অ্যাকাউন্ট স্থগিত করার কারণ এবং স্থগিত হওয়া

অ্যাকাউন্ট কিভাবে পুনরায়  পুনরুদ্ধার করতে হয়

 সবকিছু নিম্নে বিস্তারিত উপস্থাপনা করা হলো...

বিস্ময়ের কোনো সদস্যের অ্যাকাউন্টেই বিনা কারণে

স্থগিত করা হয়না। যখন কোনো সদস্য অযৌক্তিক,আংশিক,

প্রশ্নের সাথে সম্পূর্ণ বহির্ভূত  উত্তর প্রদান করেন

ঠিক তখনেই অ্যাডমিন প্যানেলের যেকোনো একজন

বিশেষ সদস্য সেই উত্তরদাতাকে প্রথম অবস্থায় সর্তকবার্তা

তাঁর ওয়াল পোষ্টে জানিয়ে দেন।এমনকি একাধিক বিশেষ 

সদস্যও সেইসব সদস্যকে সর্তকতা করেন।

তার পরেও যদি সেই সদস্য নিজেকে কর্ণপাত না করেন অথবা

কোনো চেষ্টাই না করেন

অতএব,ক্রমাগতভাবে ভূল উত্তর প্রদান করেই যান ঠিক

 তখনেই বাধ্য হয়ে অ্যাডমিন প্যানেলের যেকেউ একজন

 সেই সদস্যের অ্যাকাউন্ট সাময়িকের জন্য স্থগিত করেন। 

এমনকি প্রশাসক সাহেব চাইলে কারো অ্যাকাউন্ট স্থায়ীভাবেও

ব্লক করার ক্ষমতা রাখেন।


তখন অ্যাডমিন প্যানেলের যেকেউ সেই সদস্যের

বিশেষ করে সম্প্রতি উত্তরগুলো পরিদর্শন করেন,

এমনকি সমস্ত উত্তরগুলোও পরিদর্শন করতে

পারেন।তারপর সঠিক উত্তরগুলো রেখে বাকিগুলো

মন্তব্যে রুপান্তর করা হয় অথবা লুক্কায়িত করা হয়।

যদি অধিকাংশ উত্তরেই অতি সংক্ষিপ্ত এবং ভূল

হয় তাহলে সেই সদস্যের মোট পয়েন্ট থেকে কিছু পরিমাণ

পয়েন্ট জরিমানাও করা হয়।


কোনো কোনো সদস্যকে কোনোরকম সর্তকবার্তা ব্যতীতই অ্যাকাউন্ট ব্লক করা হয়।

যেমনঃ অশ্লীল, অশালীন, আক্রমণাত্মক, অপ্রাসঙ্গিক প্রশ্ন

ও মন্তব্য করলে।


ব্লক হওয়া অ্যাকাউন্ট পূনরায় উদ্ধার করতে বিস্ময়ের নীতিমালা সম্পূর্ণ মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলে অ্যাকাউন্ট মুক্তি করে দেওয়া হয়।  এই লিঙ্কে গিয়ে মতামত পাঠান। মতামত পাঠান

এখানে গিয়ে ফিডব্যাক পাঠালে সেটি প্রশাসক গুরুত্বপূর্ণ 

ভাবে দেখেন। তবে,কবে কতক্ষণ পর অ্যাকাউন্ট খোলে

দেওয়া হবে সেটা নির্ভর করবে অ্যাকাউন্টের অপরাধের উপর।

image 

  যে অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে সেই অ্যাকাউন্ট থেকেই

বিস্ময়ের নীতিমালা মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মেইল/

বার্তা পাঠাতে হয়,আর আপনি নতুন করে আরেকটি 

অ্যাকাউন্ট খোলেছেন যেটি বিস্ময়ের নীতিমালার

 বর্হিভূত কাজ। কোন অ্যাকাউন্ট ব্লক হলে আরেকটি 

অ্যাকাউন্ট খোলার নিয়ম নেই।  ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ